Application Form
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাহারা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড স্বীকৃত ও সরকার অনুমোদিত বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডিএইচএমএস চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ন হয়ে যথা নিয়মে ইন্টার্ণশীপ সমাপ্ত করে ডিএইচএমএস সনদ, চিকিৎসক রেজিষ্ট্রেশন সদন ও চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদ নবায়ন করতে আগ্রহী তাহাদেরকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিজস্ব ওয়েব সাইট www.homoeopathicboardbd.org হতে নির্ধারিত ফরমটি ডাউনলোড করে যথাযথ ভাবে স্বহস্তে পুরন করে প্রয়োজনীয় ফি-এর পরিমান ব্যাংক ড্রাফট / পে-অর্ডার রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর অনুকুলে সংযুক্ত করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্রটি বোর্ড কার্যালয় দাখিল করার জন্য অনুরোধ করা গেলা। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
রেজিস্ট্রার
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
Please Download the Form from the following Link WORD Format (নিচের লিঙ্ক গুলু হতে বিভিন্ন ফরম ডাউনলোড করুন)
DHMS Certificate Application Form
Doctors Registration Application Form (Bangla)